ক. নামজারী ও জমাভাগ সংক্রান্ত আবেদন দাখিলের নিয়মাবলী:
. আবেদনের স্বপক্ষে সকল রেকর্ড, পর্চা ও খতিয়ানের সার্টিফায়েদ কপি
. ক্রয়ের ক্ষেত্রে: ক্রয়ের রেজিস্টার্ড দলিল ও বায়া দলিল।
. মৃত্যুর ক্ষেত্রে : ওয়ারিশান সনদপত্র
. হেবা বা দানের ক্ষেত্রে: হেবা দলিলের কপি।
খ. নামজারী ও জমাখারিজ বাবদ খরচ:
আবেদন বাবদ কোর্ট ফি : ০৫/- (পাঁচ টাকা)
নোটিশ জারীর ফি :
অনধিক ৪ জনের জন্য : ০২/-( দুই টাকা)।
৪ জনের অধিক হলে প্রতিজনের জন্য: ০.৫০/- (পঞ্চাশ পয়সা)
রেকর্ড সংশোধন ফি : ২০০/-(দুইশত টাকা)
প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি : ৩৮/- (আটত্রিশ টাকা)
সর্বমোট: ২৪৫/- (দুইশত পঁয়তাল্লিশ টাকা)
গ. কত দিনে মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন হবে: মালিকানা বিষয়ে কোনো বিতর্ক না থাকলে সর্বোচ্চ ৪৫ কর্মদিবসের মধ্যে নামজারী প্রক্রিয়া সম্পন্ন হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস